এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,২৯ মে : রবিবার সকালে বড়সড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বাহরাইচে । বাহরাইচ-লখিমপুর খেরি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে । আহত হয়েছে ১২ জন । আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার ।
জানা গেছে,এদিন সকালে বাহরাইচ-লখিমপুর সড়কে ট্রাক ও টেম্পো ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । হাসপাতালে মারা যায় দুজন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
মতিপুরের এসএইচও মুকেশ সিং জানিয়েছেন, বাহরাইচ-লখিমপুর সড়কের নাইনিহার কাছে একটি ট্রাক এবং একটি টেম্পো ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় টেম্পো ট্রাভেলারটি উড়ে যায়। পাঁচজনের মৃতদেহ বের করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । হাসপাতালে দুজনের মৃত্যু হয় ।।