এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,০৫ মার্চ : সোমবার ইসরায়েলের উত্তর সীমান্তের মার্গালিওটের কাছে একটি ফলের বাগানে লেবাননের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেরালার এক ব্যক্তি নিহত এবং ৭ জন বিদেশি শ্রকিক আহত হয়েছে । আহতদের মধ্যে দু’জন ভারতের । আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং তাদের অ্যাম্বুলেন্স এবং ইসরায়েল এয়ার ফোর্সের হেলিকপ্টারে করে বেইলিনসন, রামবাম এবং জিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ।
হিজবুল্লাহের হামলায় হতাহত ভারতীয়রা প্রত্যেকেই দক্ষিণের রাজ্য কেরালার বাসিন্দা । মৃতের নাম পাটনিবিন ম্যাক্সওয়েল । তিনি কেরালার কোল্লামের বাসিন্দা । তার মৃতদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে । প্রতিরক্ষা পরিষেবার মুখপাত্র ম্যাগেন ডেভিড অ্যাডাম (এমডিএ) জাকি হেলার পিটিআইকে বলেছেন যে ক্ষেপণাস্ত্রটি সোমবার সকাল ১১টার দিকে ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলে মোশাভ (সম্মিলিত কৃষি সম্প্রদায়) নামে একটি খামারে আঘাত হানে ।
আহত দু’জন বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন হাসপাতালে চিকিৎসাধীন । ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর আহত জর্জের অস্ত্রোপচার হয়েছে এবং তিনি ক্রমশ সুস্থ হচ্ছেন। মেলভিনকে সামান্য আঘাতে উত্তর ইসরায়েলের সাফেদের জিভ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা।
এই হামলাটি লেবাননের শিয়া সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে বলে জানা গেছে । এই কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠীটি গাজা উপত্যকায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে হামাসের সমর্থনে গত বছরের ৮ অক্টোবর থেকে প্রতিদিন উত্তর ইসরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে চলেছে । হামলায় মোট সাত বিদেশি শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং তাদের অ্যাম্বুলেন্স এবং ইসরায়েল এয়ার ফোর্সের হেলিকপ্টারে করে বেইলিনসন, রামবাম এবং জিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সূত্র জানিয়েছে।
এদিকে এই হামলার পর দক্ষিণ লেবাননের চিহিনে একটি হিজবুল্লাহ কম্পাউন্ড এবং আইতা অ্যাশ-শাবের আরেকটি হিজবুল্লাহ কম্পাউন্ডে আর্টিলারি দিয়ে আঘাত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ।।