এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,১৬ এপ্রিল : মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে । শনিবার মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের লা পালমা সুইমিং রিসোর্টে এই ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজন মহিলা, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশুর গুলিবিদ্ধ নিথর দেহ উদ্ধার করে । এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,বন্দুকধারীরা শনিবার।স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টা নাগাদ লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে পার্কে আগত মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন । আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে দেয় । প্রসঙ্গত, ২০০৬ সালে মেক্সিকোর সরকার মাদক কারবারিদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর এযাবৎ দেশ জুড়ে সাড়ে ৩ লাখ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বেশিরভাগই অপধারী চক্রের সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর ।।