এইদিন ওয়েবডেস্ক,আবুজা,১২ আগস্ট : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কাদুনার জারিয়া শহরের একটি মসজিদে শুক্রবারে জুমার নামাজের সময় ছাদ ধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কয়েক ডজন মানুষ । আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা ২৩ জনকে হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে । কর্তৃপক্ষ বলছে, এই মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল। কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ।
জানা গেছে,শুক্রবার দুপুরে কাদুনার জারিয়া শহরের ওই মসজিদে শত শত মানুষ জড়ো হয়েছিল । সেই সময় মসজিদের ছাদের একাংশ মানুষের উপর ধসে পড়ে । জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেছেন,নগরীর কেন্দ্রীয় মসজিদের একাংশ ধসে পড়েছে। এই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে । প্রাথমিকভাবে চারটি লাশ পাওয়া গেছে। উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে তল্লাশি শুরু করলে আরও তিনজনের লাশ পাওয়া যায় ।।