এইদিন ওয়েবডেস্ক,আকোলা (মহারাষ্ট্র),১০ এপ্রিল : মহারাষ্ট্রে প্রবল ঝড়বৃষ্টির সময় টিনের চালায় গাছ পড়ে ৭ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মহারাষ্ট্রের আকোলা জেলার পারস গ্রামে । খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বালাপুর থানার পরিদর্শক অনিল জুমলে । তারপর স্থানীয়দের সহায়তায় গাছের নিচে আটকে পড়া লোকজনদের বের করা হয় । আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আকোলার জেলাশাসক নিমা অরোরা ।
রবিবার রাতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় আকোলা জেলার পারস গ্রামসহ বিস্তীর্ণ এলাকায় । তখন পারস গ্রামের একটি টিনের চালার ভিতরে গিয়ে আশ্রয় নেয় বেশ কিছু মানুষ । তারা দূর্যোগ কমার জন্য অপেক্ষা করছিলেন । সেই সময় টিনের চালার পাশে একটি পুরনো বড়সড় গাছ চালায় উপরে উপড়ে পড়ে । চালায় আশ্রয় নেওয়া লোকজন বেড়িয়ে আসার কোনো সূযোগই পাননি । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে । পরে পুলিশ বাহিনী এসে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে আটকে পড়া লোকজনদের উদ্ধার করতে সক্ষম হয় । কিন্তু তার আগেই ৭ জনের মৃত্যু হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।।