এইদিন ওয়েবডেস্ক,কিশতওয়ার(জম্মু-কাশ্মীর),২৪ মে : বুধবার জম্মু-কাশ্মীরের পার্বত্য জেলা কিশতওয়ারের (Kishtwar) ডাংদারু (Dangdaru) বিদ্যুৎ প্রকল্পে (power project) মর্মান্তিক দূর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৩ জন । নিহতদের মধ্যে ঝাড়খণ্ড ও স্থানীয় বাসিন্দারা রয়েছে । কিশতওয়ারের সিনিয়র পুলিশ সুপার খলিল আহমাদ পোসওয়াল জানিয়েছেন, প্রকল্পের কর্মীরা একটা ক্রুজার গাড়িতে যাওয়ার সময় বাঁধ প্রকল্প সাইটের কাছে একটি গভীর খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে । দূর্ঘটনায় ৭ জন নিহত ও ২ জন আহত হয়েছেন । তবে তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি ।’ এই বিষয়ে একট্য মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি ।
জানা গেছে,এদিন সকালে একটি গাড়িতে চড়ে ডাংদারু বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে রওনা হয় ১০ জন শ্রমিকের একটি দল । সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের মধ্যে উলটে পড়ে । খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল এবং চিকিৎসাকর্মীরা দূর্ঘটনাস্থলে ছুটে যায় । আহতদের দ্রুত উদ্ধার করে দ চিকিৎসার জন্য তড়িঘড়ি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে । প্রবল গতির কারনেই এই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ।।