এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,২৮ জানুয়ারী : শুক্রবার জেরুজালেমের একটি সিনাগগের কাছে সন্ত্রাসবাদী হামলায় অন্তত ৭ জন খ্রিস্টান শ্রদ্ধালু নিহত ও ১০ জন আহত হয়েছে । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর । হামলাটি স্থানীয় সময় শুক্রবার রাত ৮.১৫ নাগাদ নেভ ইয়াকভ স্ট্রিটের একটি সিনাগগের কাছে ঘটেছিল । পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । যদিও পরে সে পুলিশ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
পুলিশ বন্দুকধারীকে পূর্ব জেরুজালেমের বাসিন্দা ২১ বছর বয়সী খেইরি আলকাম হিসাবে শনাক্ত করেছে । এক বিবৃতিতে পুলিশ বলেছে যে সে একা একা এই কাজ করেছে বলে মনে হচ্ছে । বৃহস্পতিবারের সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ইসরায়েলি হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই গুলি চালানোর ঘটনা ঘটেছে ।
পূর্ব জেরুজালেম হল শহরের একটি প্রধানত ফিলিস্তিনি এলাকা । যেটি ১৯৬৭ সালে ইসরায়েল দখল করেছিল ।ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন । এদিকে শুক্রবারের এই সন্ত্রাসবাদী হামলার পর ওয়েস্ট ব্যাঙ্ক , গাজা স্ট্রিপ এবং পূর্ব জেরুজালেমের কিছু অংশে ফিলিস্তিনিরা মিষ্টি বিতরণ এবং আতশবাজি শুরু করে সন্ত্রাসবাদী হামলা উদযাপন করতে রাস্তায় নামে । বেশ কয়েকটি ফিলিস্তিনি উপদল হামলাকে স্বাগত জানিয়েছে ।।