এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৫ জানুয়ারী : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারনে দুই ভাইয়ের মধ্যে বোমাবাজির ঘটনায় উভয়পক্ষকের ৭ জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার মমঙ্গলকোট থানার পুলিশ । ধৃতদের মঙ্গলকোটের দেবুচা গ্রামের বাসিন্দা মনোহর মল্লিক, জসিমউদ্দিন মল্লিক, মেহের মল্লিক,দুলাল মল্লিক, উজির মল্লিক,নাজির মল্লিক এবং সাকাত মল্লিক বলে চিহ্নিত করেছে পুলিশ । শনিবার রাতে সংঘর্ষের ঘটনার পরেই তাদের গ্রেফতার করা হয় । আজ রবিবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে সকলকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
বর্ধমান জেলার মঙ্গলকোট থানার দেবুচা গ্রামে । দেবুচা গ্রামের বাসিন্দা এবং ঝিলু ২ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য উজির মল্লিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তারই ভাই মনোহর মল্লিক ওরফে মনুদের বিরুদ্ধে । উজির মল্লিকরা পাঁচ ভাই । পাঁচজনের মধ্যে উজির, নাজির মল্লিক এবং সাকাত মল্লিক তৃণমূলের একটা গোষ্ঠীর সাথে যুক্ত । উজির মল্লিকের আর দুই ভাই মনোহর মল্লিক ওরফে মনু ও দুলাল মল্লিক তৃণমূলের অপর গোষ্ঠীর সদস্য । ভাইয়ে ভাইয়ে সংঘাত আগে থেকেই ছিল । সেই সূত্র ধরে ভাইয়ে ভাইয়ের রাজনৈতিক সংঘাত চরম আকার ধারন করে । শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে । উজির মল্লিক এবং সাকাত মল্লিকের বাড়িতে এলোপাথারি বোমাবাজি করা হয় । নাজির মল্লিকের একটি খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সাকাত মল্লিকের টোটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ । তারপর থেকে প্রায় রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে । উজির মল্লিকের অভিযোগ, তৃণমূলেরই একটি পক্ষের ইন্ধনে তার ভাই মনোহর মল্লিক আশপাশের গ্রাম থেকে দুষ্কৃতকারীদের এনে এই হামলা চালিয়েছে । যদিও মনোহর এই অভিযোগ অস্বীকার করেছে । উভয়পক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে । তার ভিত্তিতে রাতেই ৭ জনকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি রাখা হয়েছে।।