এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৬ জানুয়ারী : প্রসূণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অপরুপা পোদ্দার, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ ৭-৮ জন তৃণমূল সাংসদ বিজেপিতে আসার অপেক্ষায় আছেন । এমনই দাবি করলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । শনিবার বিষ্ণুপুর শহরের জোড় মন্দির প্রাঙ্গনে পোড়া মাটির হাটে
‘যুব চেতনা ও শ্রমদান’ কর্মসূচী চালায় বিজেপি ।তাতে অংশগ্রহণ করেন সৌমিত্র খাঁ । এদিন সাত সকালে ঝাঁটা হাতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিষ্ণুপুর শহরের জোড় মন্দির প্রাঙ্গনে পোড়া মাটির হাট পরিস্কারের কাজে হাত লাগালেন ।
কর্মসূচির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্রবাবু । শতাব্দী রায়,রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সাংবাদিকরা সৌমিত্র খাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমনাদের তো আগেই বলেছি লিস্ট আমাদের তৈরি আছে । এই ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে বলেছিলাম শুভেন্দুদা বিজেপিতে আসছেন । আজও বলছি, এক নম্বরে রাজীব বন্দ্যোপাধ্যায় আছেন । শতাব্দী রায় দু’নম্বরে আছেন । তিন নম্বরে অপরূপা পোদ্দার আছেন । প্রসূণ বন্দ্যোপাধ্যায় আছেন । প্রায় ৭ থেকে ৮ জন তৃণমূলের সাংসদ ইতিমধ্যে চিন্তাভাবনা করে নিয়েছেন । শুধু সময়ের অপেক্ষা । গত কাল দিদি অভিনয় করে শতাব্দী রায়কে আটকালেন । আমরা জানি ওনাদের দু’চারদিনের জন্য আটকে রাখবেন দিদি । কিন্তু ওনারা বিজেপিতে আসবেন ।
দেখুন ভিডিও :
শুক্রবারে বিষ্ণুপুর থানার বেলিয়ারা গ্রামের ঘরছাড় তৃণমূল কর্মীদের দলের আর এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় সৌমিত্রবাবু বলেন, ‘বালিয়ারা,উলিয়াড়া,অযোধ্যা বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতেই প্রধান ও উপপ্রধানের মধ্যে তোলাবাজি,চুরির টাকা নিয়ে লড়াই হয় । এখনও পর্যন্ত আমফানের টাকার হিসাব দিতে পারছেন না রাজ্য সরকার । হিসাব দিতে পারবেন বলে বারবার হাইকোর্টেও ছুটছেন । কারন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন আমফানের টাকা ঘুরে ফিরে তাঁর ভাইপোর কাছে এসে পৌঁচেছে । বেলিয়ারাতেও তাই হয়েছে। প্রধান আর উপপ্রধানের মধ্যে বখরা নিয়ে লড়াইয়ের কারনে এই ঘটনা ঘটেছে ।’
পাশাপাশি বেলিয়াড়ায় পুলিশের ভূমিকার সমালোচনা করে সৌমিত্র খাঁ বলেন, ‘পুলিশে ভালো কাজ করলে হঠিয়ে দেওয়া হয় । এমন কিছু লোক আছেন যারা ভাইপোর তাঁবেদারি করতে ভালোবাসেন । তারাই তৃণমূলের হয়ে কাজ করছেন । আমরা চাই পশ্চিমবঙ্গের পুলিশ ভালো কাজ করুন । ভাইপোর তোষামদি নয়।’ সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘যে প্রধানরা কাজ করছেন না তাঁরা সরে যান । তা না হলে পাবলিক আপনাদের ঘরছাড়া করে দেবে ।’
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য জুড়ে ১২ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত ‘যুব চেতনা ও শ্রমদান’ কর্মসূচী চালাচ্ছে বিজেপি । এদিন
পোড়া মাটির হাটের মাঠে দলের এই কর্মসূচিতে অংশগ্রহন করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । মাঠ প্রাঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাষ্টিক, থার্মোকল থেকে ভ্রাম্যমাণ সুলভ শৌচাগার সর্বত্রই পরিস্কারের কাজে তিনি হাত লাগান।।