এইদিন ওয়েবডেস্ক,তুরস্ক,০৬ ফেব্রুয়ারী : সোমবার ভোরে তুরস্কে শক্তিশালী ভূমিকম্প হয়েছে । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,স্থানীয় সময় ভোর ৪.১৭ নাগাদ রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি হয় ।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে নরদাঘি এলাকা থেকে ৭ কিলোমিটার দূরে মাটির ১৭.৯ কিমি বা ১১ মাইল গভীরে । তুরস্ক ছাড়াও গ্রিস, সিরিয়া, সাইপ্রাস, জর্ডান, লেবানন এবং ইরাকেও কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে ।
দেখুন ভিডিও
এদিকে ভূমিকম্পের জেরে বহু ভবন ধ্বসে গেছে । ফলে প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে । বর্তমানে উদ্ধার অভিযান চলছে । ভূমিকম্পের সঙ্গে সঙ্গে তুর্কির কোনো কোনো জায়গায় তেল ও গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে । তবে তুরস্ক কর্তৃপক্ষের তরফে এখানো কোনো ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দেওয়া হয়নি । তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমন সোয়লু বলেছেন,গাজিয়ানটেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস এই ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে । দিন দুয়েক আগে তুরস্কে ৪.২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল ।।