এইদিন ওয়েবডেস্ক,তাইওয়ান,০৩ এপ্রিল : আজ বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে তাইওয়ানে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হুয়ালিয়েন কাউন্টির পূর্ব উপকূলে । তাইওয়ান ছাড়াও দ্বীপরাষ্ট্র জাপানেও আঘাত হেনেছে ভূমিকম্প । তাইওয়ানের হুয়ালিয়েন, তাইপেই প্রভৃতি শহরগুলিতে বহু বহুতল ভবন ভেঙে পড়েছে । বিস্তীর্ণ এলাকায় ভূমিধ্বসের কারবে সড়পথগুলিতে বড়বড় ফাটলের সৃষ্টি হয়েছে । তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । তাইওয়ান ও জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ।
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারে পৌঁছেছেন। ভূমিকম্প সম্পর্কে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন একটি বিবৃতি জারি করে বলেছেন,“আমি অবিলম্বে ব্যবস্থাপনা দলকে যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন জায়গায় পরিস্থিতি বুঝতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছি। দুর্যোগের প্রভাব কমাতে আমাদের অবশ্যই সকল দলের সাথে একত্রে কাজ করতে হবে। এছাড়াও, জাতীয় সামরিক বাহিনী জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা প্রদান করবে।”