এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ অক্টোবর : ভারতীয় ওষুধ নির্মাতা কোম্পানির কাশির সিরাপ (Cough Syrup) ব্যবহার করে আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে । বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে । ডব্লিউএইচও-র সতর্কবার্তায় সাড়া দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক । স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে জানিয়েছে,যে চারটি সিরাপের দিকে অভিযোগের আঙুল উঠছে সেগুলি ভারতের কোথাও বিক্রি হয় না । উৎপাদনকারী কোম্পানিকে মাত্র চারটি কফ সিরাপ রপ্তানির অধিকার দেওয়া হয়েছে, এই কাশির সিরাপ ভারতের কোথাও বিতরণ করা হয়নি । জানা গেছে, হরিয়ানার সোনিপাতের মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড (Maiden Pharmaceuticals Ltd) নামে একটি ওষুধ নির্মাতা কোম্পানী ওই সমস্ত কাশির সিরাপ উৎপাদন করে । কোম্পানীর তরফ থেকে জানানো হয়েছে,’আমরা দেশীয় বাজারে কিছু বিক্রি করছি না। আমরা প্রত্যয়িত এবং নামী কোম্পানি থেকে কাঁচামাল সংগ্রহ করি । সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) আধিকারিকরা নমুনা সংগ্রক করে নিয়ে গেছেন । আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি ।’
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে,’সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এর প্রাথমিক তদন্তে জানা গেছে যে মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোমেথাজিন ওরাল সলিউশন বিপি, কফেক্সনালাইন বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ তৈরির লাইসেন্স রয়েছে । সংস্থাটি এই পণ্যগুলি তৈরি করে কেবল গাম্বিয়াতে রপ্তানি করেছিল ৷ গাম্বিয়াতে যে কাশির সিরাপ রপ্তানি করা হয়েছিল তা ভারতের কোথাও বিক্রি বা বিতরণ করা হয়নি ৷’
Promethazine Oral Solution, Cofexmaline Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup এবং Magrip N Cold Syrup নামে ওই চার কাশির সিরাপে মাত্রারিক্ত ডাইথাইলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ।।