এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,৩০ জুন : সৌদি আরবে হজে গিয়ে প্রচণ্ড গরমে তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন অন্তত ৬,৫০০ জন পূণ্যার্থী । এই খবর জানিয়েছেন সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মুখপাত্র ড: মোহম্মদ আল আবদুল আলী । তিনি জানান,এর বাইরে গত ৩৯ দিনে অন্তত ১ লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী তীব্র গরমজনিত কারণে অসুস্থতার শিকার হয়ে হাসপাতাল অথবা অস্থায়ী স্বাস্থ্য শিবিরগুলোতে ভর্তি হয়েছিলেন ।
বৃহস্পতিবার ভোরে মক্কার কাছে মিনা উপত্যকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় । যেকারণে হাজার হাজার হজযাত্রী তীব্র গরমের কারনে অসুস্থ হয়ে পড়ছেন । এমনিতেই হজযাত্রীদের স্বাস্থ্য পরিষেবার জন্য মক্কা ও মদিনার ৩২টি হাসপাতাল ও ১৪০টি স্বাস্থ্যকেন্দ্রে ৩২ হাজার ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী ২৪ ঘন্টার জন্য মোতায়েন রাখা হয়েছে । বিপুল সংখ্যক হজযাত্রী অসুস্থ হওয়ায় পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য কর্মীদের কার্যত হিমসিম খেতে হচ্ছে । পারতপক্ষে সূর্যালোক এড়িয়ে চলা,প্রচুর জল পান ও তরল খাদ্য গ্রহণ এবং বাইরে সর্বদা ছাতা ব্যবহার করার জন্য সৌদি সরকার হজযাত্রীদের সতর্ক করে একটা বিজ্ঞপ্তি জারি করেছে ।।