এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,১৭ অক্টোবর : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে । গৃহহীন হয়েছে ১৩ লক্ষ মানুষ । রবিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে নাইজেরিয়া সরকার । নাইজেরিয়ার মানবতা বিষয়ক ফেডারেল মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেছেন, ‘২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বন্যায় ৬০৩ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এর আগে গত সপ্তাহ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫০০। কিন্তু কিছু রাজ্য সরকার বন্যা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নেয়নি এবং এর ফলে মৃতের সংখ্যা বেড়েছে।’ উমর ফারুক আরও বলেন, ‘বন্যায় ৮২ হাজারের বেশি বাড়িঘর ও প্রায় ১১০,০০০ হেক্টর কৃষি জমি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ।’
নাইজেরিয়াতে বর্ষাকাল সাধারণত জুনের কাছাকাছি সময়ে শুরু হয় । চলে আগস্ট মাস পর্যন্ত । সাব-সাহারান আফ্রিকায় অবস্থিত এই দেশটি জলবায়ু পরিবর্তনের দ্বারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত । ২০১২ সালের একই ধরনের বিধ্বংসী বন্যাতেও ৩৬৩ জন প্রাণ হারিয়েছিলেন । গৃহহীন হয়েছিলেন ২১ লাখেরও বেশি মানুষ । এদিকে বিগত দু’বছর ধরে করোনা মহামারি,তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে । এর পাশাপাশি ভয়াবহ বন্যার কারণে দেশের প্রায় ২০ কোটি মানুষ ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশের চাল উৎপাদনকারীরা । এদিকে দেশীয় কৃষকদের স্বার্থে চাল রপ্তানি বন্ধ রেখেছে নাইজেরিয়ার সরকার । ফলে দেশের মানুষকে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।।