এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৬ অক্টোবর : গাজায় ভয়ংকর স্থল অভিযান চলবে বলে জানিয়েছিল । সেই অনুযায়ী রবিবার গাজায় রাতভর ভীষণ বিমান হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্স । অবশ্য তার আগে গাজার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দিয়েছিল । তারই ভিত্তিতে ৬,০০,০০০ ফিলিস্থিনি গাজা ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী । যদিও গাজা ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটি এখনো চলছে বলে জানা গেছে । গাজার উত্তরাঞ্চলের লাখ লাখ বাসিন্দা গাড়ি ও পায়ে হেঁটে এই এলাকা ছেড়ে পালাচ্ছে।
এর আগে মিশরসহ আরব দেশগুলো গাজানদের বিতাড়নের বিরোধিতা করেছিল। যদিও কোনো মুসলিম দেশই ফিলিস্থিনিদের আশ্রয় দিতে চায়নি । ইসরায়েলি সেনাবাহিনীও ঘোষণা করেছে যে তারা স্থল অভিযানের উপর জোর দিয়ে যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য দেশের বিভিন্ন বাহিনীকে প্রস্তুত করছে। ইসরায়েলি কর্মকর্তারা গাজায় স্থল অভিযানের সঠিক সময় সম্পর্কে কিছু বলেননি।
যদিও ইরান এর আগে সতর্ক করেছিল যে গাজায় ইসরায়েলের বিমান হামলা বন্ধ না হলে এবং দেশটির স্থল অভিযান শুরু হলে তারা হামাসের পাশে থাকবে।।