এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ আগস্ট : সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের সার্বজনীন পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান এবং বিদ্যুতের বিলের ছাড় ৬০ শতাংশ করার কথা ঘোষণা করে । আগে সরকারি অনুদান দেওয়া হত ৫০ হাজার টাকা এবং ৫০ শতাংশ ছাড় দেওয়া হত বিদ্যুতের বিলের উপর । তবে এই ছাড় ঘোষণার পর তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, ‘অনেকে অনেক বড়বড় কথা বলেন । কলকাত্তা মে তো দুর্গাপূজা নেহি হোতা । সরস্বতী পূজা নেহি করনা দেতা । লেকিন আগর সোচতা কি কলকাত্তাকে জ্যায়সা দূর্গাপূজা হোতা হ্যায় বিশ্বমে অউর কহি জাগা পে নেহি হোতা হ্যায় ।’ তবে অনুদান বাড়ালেও রাজ্যের ভাঁড়ার যে শূণ্য তা পূজো উদ্যোক্তাদের স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘আমার ভাঁড়ার শূণ্য । মা দূর্গা ভর্তি করে দেবে আশা করি ।’ সেই সঙ্গে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ দিচ্ছে না এবং ও সরকারি প্রকল্পের বরাদ্দ ছাঁটাই করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
এদিন পূজো কমিটিগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,’পূজোর থিমের গান কেমন হয়েছে ? ওটা বাজবে । সব ফ্রি । ইন্দ্রনীল সেনের গানের এই ক্যাসেট এলাকায় এলাকায় পৌঁছে দেওয়া হবে ।’ তার সাথে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া প্লাকার্ড ও বোর্ড পূজো মন্ডপগুলিতে লাগানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত,ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের শিরোপা পাওয়ার পর এবারই প্রথম দুর্গাপুজো । তাই এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘আগামী ১ লা সেপ্টেম্বর বড় মিছিল হবে কলকাতায় । ওইদিন দুপুর দুটোর সময়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মিছিল শুরু হবে । ইউনেস্কোর টিম সেপ্টেম্বরের ২১, ২২ ও ২৩ এই তিন দিন থেকে রাজ্য জুড়ে পূজো পরিস্থিতি দেখবে । কলকাতায় রেডরোডে কার্নিভাল হবে ৮ অক্টোবর । জেলার কার্নিভাল হবে ৭ অক্টোবর ।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে রাজ্যে ৩০ সেপ্টেম্বর ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে ।।