এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৪ অক্টোবর : ইসরাইল এখন গাজায় সবচেয়ে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে । গাজা সীমান্তের কাছে ৬০০ বিমান, ৩০০ ট্যাঙ্ক নিয়ে হামলার জন্য প্রস্তুত হয়ে আছে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) । ইতিমধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে । পাশাপাশি ৩ লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরাইল । ইসরাইল ২৪ ঘণ্টার মধ্যে গাজা খালি করার চরমপত্র দিয়েছিল । সেই সময়ও উত্তীর্ণ হয়ে গেছে । এখন যেকোনো সময় আইডিএফ গাজায় তান্ডব শুরু করে দিতে পারে বলে মনে করা হচ্ছে । এদিকে গাজার ১১ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে । গুরুত্বপূর্ণ বিষয় হল যে অনেক মানুষ অল্প কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে গাড়ি-ট্রাকে, এমনকি পায়ে হেঁটে গাজা ছেড়ে পালাতে শুরু করেছে কাতারে কাতারে মানুষ । নিজেদের পৈতৃক ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হওয়ায় এখন তারা ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন হামাসকে দুষছেন ।
সংবাদ সংস্থার মতে, শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) বিকেল পর্যন্ত উত্তর গাজায় এত বড় আকারের দেশত্যাগের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় বসবাসকারী একজন বেসামরিক ব্যক্তি মোহাম্মদ বলেছেন,’অন্য কোথাও যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো । আমি এখানেই জন্মেছি এবং এখানেই মরব। গাজা ত্যাগ করা আমার জন্য লজ্জাজনক ।’
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন,এত বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়া একটি জটিল আদেশ । জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথস টুইটারে লিখেছেন যে গাজার বেসামরিক নাগরিকরা অবরুদ্ধ। কিভাবে ২৪ ঘন্টার কম সময়ে ১১ লক্ষ মানুষকে সরানো যেতে পারে ?
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে বেসামরিক ভবনে এবং গাজার গোপন ট্যানেলে লুকিয়ে থাকার অভিযোগ করেছে । বিমান থেকে ছড়ানো আইডিএফ-এর লিফলেটে বলা হয়েছে, ‘গাজা শহরের নাগরিকরা, আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য, উত্তরাঞ্চলীয় এলাকা খালি করুন এবং হামাস সন্ত্রাসীদের থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে ।’।