এইদিন ওয়েবডেস্ক,পঞ্চগড়,১৫ ডিসেম্বর : বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুনধর বৃদ্ধের নাম মহম্মদ জহিরুল মুন্সি ওরফে জহুরাল । সে দেবীগঞ্জ উপজেলার ১০ নম্বর চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে ওই প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে ১৪ ডিসেম্বর মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহম্মদ ইমরান খানসহ পুলিশের একটি দল চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের বাজার এলাকা থেকে অভিযুক্ত জহুরালকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পঞ্চগড় আদালতে পাঠানো হয় ।
এদিকে এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দেবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,বর্তমানে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।।

