এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,২৮ এপ্রিল : মিস ওয়ার্ল্ড বুয়েনস আইরেস সুন্দরী প্রতিযোগিতা জিতেছেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ (Alexandra Marisa Rodriguez) । তার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ এক অর্থে একটি ঐতিহাসিক ঘটনা । আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের রাজধানী শহর লা প্লাতার বাসিন্দা, রদ্রিগেজ শুধুমাত্র একজন সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিযোগীই নন, একজন দক্ষ আইনজীবী এবং সাংবাদিকও। বয়সের প্রতিবন্ধকতা কাটিয়ে প্রথম মহিলা হিসাবে মর্যাদাপূর্ণ সৌন্দর্য পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ ।
আগামী ২৮ সেপ্টেম্বর মেক্সিকোতে নির্ধারিত মিস ইউনিভার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতায় রদ্রিগেজ বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার পতাকা ওড়াবেন। রদ্রিগেজ বলেন,’আমি সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন মডেলের প্রতিনিধিত্ব করতে পেরে রোমাঞ্চিত কারণ আমরা একটি নতুন পর্যায়ের সূচনা করছি যেখানে নারীরা কেবল শারীরিক সৌন্দর্য নয় বরং মূল্যবোধের প্রতিনিধিত্বও করে ।’
মিস ইউনিভার্স সংস্থা গত বছর ঘোষণা করেছিল যে প্রতিযোগিতায় প্রতিযোগীদের বয়সের সীমা আর থাকবে না। চলতি বছর থেকে,১৮ বছরের বেশি বয়সী যে কোনও মহিলা প্রতিযোগিতার জন্য যোগ্য। পূর্বে, শুধুমাত্র ১৮ থেকে ২৮ 18 বছর বয়সী মহিলারা প্রতিযোগিতায় অংশ নিতে পারত ।।