এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ মার্চ : আয় বহির্ভূত বিপূল অঙ্কের টাকা নিয়ে চারচাকা গাড়িতে চড়ে যাচ্ছিলেন জনৈক এক ব্যবসায়ী ৷ সেই সময় নাকা চেকিং চালাচ্ছিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ গাড়ি আটকে ভিতরে চোখ বোলাতেই দুটি ট্রলি ব্যাগ দেখতে । সন্দেহ হওয়ায় ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে উঠে যায় পুলিশের । পুলিশ দেখতে পায় ৫০০ আর ২০০ টাকার বান্ডিলে ভর্তি ব্যাগগুলি । পুলিশ সুত্রে খবর, দুটি ব্যাগ মিলে প্রায় ৬০ লক্ষ টাকা ছিল । ওই ব্যাবসায়ী টাকার উৎস সংক্রান্ত কোনও নথি দেখাতে পারেননি । তাই ওই টাকা সিজ করে । পরে সরকারি আইন মোতাবেক তুলে দেওয়া হয় আয়কর বিভাগের হাতে ।
পুলিশ সূত্রে জানা গেছে,ওই ব্যবসায়ীর বাড়ি কেতুগ্রাম । মঙ্গলবার সকালের দিকে তিনি চারচাকা গাড়িতে চড়ে বাদশাহী রোড ধরে মঙ্গলকোটের নতুনহাটের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন । এদিকে তখন আলিনগর চৌরাস্তার মোড়ের কাছে নাকাচেকিং চালাচ্ছিল ভাতার থানার পুলিশবাহিনী । ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন, তল্লাসির সময় গাড়ির ভিতরে দুটি ব্যাগ দেখতে পাওয়া যায় । ব্যাগ খুলতেই বেশ কিছু টাকার বান্ডিল দেখতে পাওয়া যায় । তিনি বলেন,’দুটি ব্যাগে মোট ৫৯ লক্ষ ৪০ হাজার টাকা ছিল । কিন্তু টাকার উৎস সংক্রান্ত কোনও তথ্য দেখাতে পারেনি ব্যাগ মালিক । তাই ওই টাকা সিজ করা হয়েছে ।’।