প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুলাই : দেবতার দরবারে হাজির হয়েছিল ছয় সুন্দরী চোর ও তাঁদের গাড়ির চালক ।একেবারে ফিল্মিক কায়দায় তারা এক মহিলা ভক্তকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার গলায় থাকা সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় । তবে অবশ্য শেষ রক্ষা আর হয়নি । পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার জামালপুরের বুড়োরাজের মন্দিরে ভক্তসেজে হাজির হওয়া ৬ মহিলা চোর ও তাদের গাড়ি চালকে পুলিশ গ্রেপ্তার করেছে । আটক করা হয়েছে চোরেদের ব্যবহৃত চারচাকা গাড়িটি।ধৃতরা সকলেই হুগলী জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে ।তাদের কাছ থকেই উদ্ধার হয়েছে চুরি হওয়া সোনার হারটি ।পুলিশের অনুমান ধৃতরা আন্তরাজ্য চুরি চক্রে জড়িত ।মঙ্গলবার ৭ ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ তদন্তের প্রয়েজনে ৬ দিনের জন্য তাদর নিজেদের হেপাজতে নিয়েছে ।
পুলিশ জানিয়েছে, সোমবার পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজের মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক ভক্ত লাইনে দাঁড়ান । তাদের মধ্যে ধৃত ছয় মহিলাও ছিল । দুপুরে হঠাৎই লাইনে হুড়োহুড়ি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে । কয়েকজন ভক্ত মাটিতে পড়ে যান।সেই ফাঁকে পড়ে যাওয়া মহিলা স্বপ্না দাসের গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে গাড়ি চেপে পালিয়ে যায় ভক্ত সেজে আসা মহিলা চোরের দল । স্বপ্না দাস চোরেদের টাটা সুমো গাড়ির নম্বর ও রঙের বিষয়টি তক্ষনাৎ মন্দির চত্ত্বরে থাকা সিভিক ভলান্টিয়ারদের জানায় । সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ওই টাটাসুমো গাড়িটির খোঁজে নেমে পড়ে । গাড়ি সহ সুন্দরী মহিলা চোরের দলটি ধরা পড়ে পুলিশের হাতে ।
কালনা মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য জানিয়েছেন ,পুলিশি তৎপরতায় বুড়োরাজের মন্দিরে ভক্ততসেজে এসে মহিলার হার ছিনতাই করে পালিয়ে যাওয়া ৬ মহিলা সহ ৭ জন গ্রেপ্তার হয়েছে । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার হারটি । মনে করা হচ্ছে এই চোরের দলটি বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে । ধৃতদের হেপাজতে নিয়ে সবিস্তার খতিয়ে দেখা হচ্ছে ।।