এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,১৫ নভেম্বর : উত্তরাখণ্ডের দেরাদুনে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হল ৬ তরুন তরুনী । মৃতদের মধ্যে ৩ জন তরুন ও ৩ জন তরুনী । তাদের মধ্যে এক তরুন ও এক তরুনীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে । একমাত্র জীবিত এক তরুন হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । বেপরোয়া গতি ও মদ্যপানের জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশ । হতাহতদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা সকলেই ছাত্রছাত্রী ছিল বলে জানা গেছে ।
ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাতে ৭ তরুণ তাদের এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়েছিল দেরাদুনে । তারা মধ্যপানও করে । জন্মদিন উদযাপনের শেষে তারা অতুল আগরওয়াল নামে এক ছাত্রের কেনা নতুন ইনোভা গাড়িতে চড়ে ‘লং ড্রাইভে’ যাওয়ার সিদ্ধান্ত নেয় । মাত্র ১৩ দিন আগে গাড়িটি কিনে দিয়েছিলেন অতুলের বাবা ।
দুর্ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে যে সাত বন্ধু ইনোভায় চড়ে ঘুরতে বের হয় । গাড়িটি চালাচ্ছিলেন অতুল । তারা একটা বিএমডব্লিউ-এর সঙ্গে গতির প্রতিযোগিতা করছিল । প্রায় ১৫০ কিমি গতিতে বিএমডব্লিউকে ওভারটেক করে অতুল । বুধবার ভোর রাত প্রায় দেড়টা নাগাদ গাড়িটি দেরাদুনের ওএনজিসি চকের কাছে এলে একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনার পরেই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক । এদিকে সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ইনোভা গাড়ির ছাদ উড়ে যায় এবং রাস্তার পাশে একটা গাছে প্রবল গতিতে ধাক্কা দেয় । গোটা গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে যায় । এদিকে দুর্ঘটনার সময় এক তরুন ও এক তরুনী গাড়ির জানলা দিয়ে মাথা বের করে উল্লাশ প্রকাশ করছিল । দুর্ঘটনার সাথে সাথেই তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য সিদ্ধেশ আগরওয়াল হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক । এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । তিনি মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ।।