এইদিন ওয়েবডেস্ক,কচ্ছ(গুজরাট),১৪ সেপ্টেম্বর : গুজরাটের কচ্ছের(Kutch) জখাউ (Jakhau)
উপকূলে বিপুল পরিমানে হেরোইনসহ ধরা পড়ে গেল পাকিস্তানের ৬ মাদক পাচারকারী । গুজরাট এটিএস এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাকিস্তান থেকে সমুদ্র পথে নৌকায় আসা ওই পাকিস্থানি মাদক পাচারকারীদের গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে ৪০ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি । পাশাপাশি দিল্লি থেকে গুজরাটে আসা ২ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা এই হেরোইন ডেলিভারি নিতে এসেছিল । দিল্লির বাসিন্দা দুই মাদক পাচারকারীর একটি চারচাকা গাড়ি আটক করা হয়েছে ।
গুজরাটের ডিজিপি আশিস ভাটিয়া সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী করাচির মাদক কারবারীরা এই হেরোইন ভারতে পাঠিয়েছিল। তাদের এই মাদকের অর্ডার দিয়েছিল অমৃতসর জেলে বন্দি একজন নাইজেরিয়ান চোরাচালানকারী এবং কাপুরথালা জেলে মেহরাজ রহমানি নামের এক দুষ্কৃতী । এই হেরোইনের ডেলিভারি নিতে দিল্লি থেকে গুজরাটে পৌঁছেছিলেন দু’জন । তারাও সমুদ্রের তীরে গুজরাট এটিএস এবং কোস্টগার্ডের হাতে ধরা পড়েছে । ডিজিপি আরও জানান, পাকিস্থানি নাগরিকদের নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হেরোইন পাওয়া গেছে,যার আন্তর্জাতিক বাজারে মূল্য ২০০ কোটি টাকারও বেশি । ধৃতদের আদালতে পেশ করা হলে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।।