এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,৩০ জুন : কেন্দ্রশাসিত রাজ্য জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সরকারি জায়গায় নির্মিত বেআইনি মসজিদ ভাঙতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে পুলিশকে । উন্মত্ত জনতা লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর চড়াও হয় । দেদার পাথরবাজি করে । হামলায় এক ডিএসপিসহ ছয় কর্মকর্তা আহত হয়েছেন। এসময় জনতা বুলডোজারও ভেঙে ফেলে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে শুন্যে গুলি চালাতে হয়।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি কাঠুয়া জেলার নাগরী তহসিলে অবস্থিত কল্যাণপুর পাদ্রি এলাকার । সরকারি জায়গায় বেআইনিভাবে নির্মিত একটি মসজিদ ভাঙার জন্য শনিবার সকালে সরকারি কর্মকর্তারা একটি জেসিবি মেশিন নিয়ে এখানে গিয়েছিলেন । এদিকে মসজিদ ভাঙার খবর ছড়িয়ে পড়লে গুজ্জর বাকারওয়াল সম্প্রদায়ের লোকজন সেখানে প্রচুর পরিমাণে জড়ো হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছোড়ে৷ এতে একজন ডিএসপি পদমর্যাদার কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন বলে জানা গেছে। এ সময় লোকজন মসজিদ ভাঙতে আনা জেসিবিও ভেঙে ফেলে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আহত কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের চিকিৎসা চলছে। এলাকায় উত্তেজনা থাকায় ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। একজন পুলিশ আধিকারিক বলেন,’আধিকারিকরা এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন ।’।