এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৩ মার্চ : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।পাকিস্তানের সংবাদমাধ্যম জিউ টিভি জানিয়েছে, গতকাল রবিবার গুজরাটের মিয়ানা চক ডিঙ্গায় এই হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ আরও জানায়,মৃতদেহগুলো দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মৃতদের নাম — জাহিদ নাজিম (৩০), মুবাশ্বির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩), রুখসার (৩৫) এবং ২৬ বছর বয়সী এক অজ্ঞাত যুবক ।
পুলিশ ওই এলাকার পুরোটাই ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘পাঞ্জাব পুলিশের আইজি পুরো ঘটনা তদারকি করছেন। তিনি আঞ্চলিক পুলিশ অফিসারের (আরপিও) কাছ থেকে এই ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছে। একইসঙ্গে তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
ব্যক্তিগত শত্রুতা কিংবা আদিবাসী হিংসার জেরে পাকিস্তানে প্রায়ই এই ধরনের অতর্কিত হামলার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা ও দুর্বল বিচারব্যবস্থার ফলে দোষীরা মুক্তি পেয়ে যাওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী।।