এইদিন ওয়েবডেস্ক,কোয়েটা,০৮ মার্চ : মঙ্গলবার পাকিস্তানের কোয়েটায় (Quetta) একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই মহিলা ও চার শিশুসহ একটি পরিবারের ছয় সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে । ভোর সাড়ে ৪ টা নাগাদ ডবল রোডের (Double Road) কাছে সিরকি কালান (Sirki Kalan)এলাকায় অবস্থিত বাড়ির দুটি ঘর বিস্ফোরণের পরে ধসে পড়ে এবং এর ফলে গোটা পরিবারট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় ৷
ইন্ডাস্ট্রিয়াল থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমিন জাফর গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন,বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত করেছে এবং আশপাশের কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে দিয়েছে। তিনি জানান,নিহতদের নাম নিহত বিবি তাহিরা(৩৫), জারমিনা(২৭), তানজিলা(৭), হাসিবা(১০), হামদ আল্লাহ(৮), এবং ইবাদুল্লাহ(৩) । আহতদের মধ্যে মাওলানা আজিজ, তার ছেলে সিদ্দিকুল্লাহ ও ইমদাদুল্লাহ এবং তার ছয় বছর বয়সী নাতি মুহাম্মদ গাজালি রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,নামাজের নেতা মৌলবী আব্দুল আজিজের বাড়িতে বিস্ফোরণটি ঘটে । ঘটনার সময় এলাকায় লোডশেডিং থাকায় পরিবারটি ঘুমাতে যাওয়ার আগে গ্যাস হিটার বন্ধ করতে ভুলে গিয়েছিল, কিন্তু রাতের কোনো এক সময় সরবরাহ স্বাভাবিক হয় এবং গোটা বাড়ি গ্যাসে পরিপূর্ণ হয়ে যায় । বিষয়টি জানতেন না আব্দুল আজিজ । ফলে ভোরের দিকে তিনি কোনো কারনে দেশলাইয়ের কাঠি জ্বালাতেই প্রবল শব্দে বিস্ফোরণ হয় । ঘটনার পর স্থানীয় থানার পুলিশ এবং প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ।।