এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩০ এপ্রিল : সোমবার সন্ধ্যায় আফগানিস্তানের হেরাত প্রদেশের “শাহারেক মোহাম্মদিয়াহ” নামে একটি স্থানে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত বন্দুকধারীরা মসজিদে আগত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে । এই হামলায় চার পুরুষ, এক শিশু ও এক নারীসহ ছয়জন নিহত এবং দুইজন আহত হয়েছে । এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে হেরাতের শিয়া মসজিদে সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়, কাবুলে ইরানি দূতাবাস ঘোষণা করেছে যে তেহরান আফগানিস্তানে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে” তালেবানদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। আজ দূতাবাস তার এক্স পৃষ্ঠায় লিখেছে যে ইরান হেরাতে সাম্প্রতিক হামলার নিন্দা করছে এবং কাবুলে ইরানি দূতাবাস এখনও এই হামলার অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে চায়।।

