এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,৩০ ডিসেম্বর : বুধবার জম্মু-কাশ্মীরে বড়সড় অভিযান চালালো নিরাপত্তা বাহিনী । দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ এবং কুলগাম জেলায় দুটি পৃথক এনকাউন্টারে খতম হল ৪ জন পাকিস্তানিসহ নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেএম)-এর ৬ জঙ্গি । বৃহস্পতিবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমারকে উদ্ধৃত করে কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, ‘দুটি পৃথক এনকাউন্টারে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের ৬ জঙ্গি নিহত হয়েছে । নিহতদের মধ্যে ৪ জন পাকিস্তানি এবং ২ জন স্থানীয় বলে চিহ্নিত করা হয়েছে । এটা আমাদের জন্য বড় সাফল্য ।’
জানা গেছে,বুধবার রাতে নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সুত্র থেকে খবর আসে কুলগাম জেলার মিরহামা ও অনন্তনাগের ডুরুর নওগাম শাহাবাদ এলাকায় বেশ কিছু জঙ্গিদের লুকিয়ে আছে । খবর পেতেই ওই দুই এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী । ঠিক তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে । বাহিনী পাল্টা জবাব দেয় । শেষ পর্ষন্ত কুলগামে খতম হয় ৩ জঙ্গি । ডুরুর নওগাম শাহাবাদ এলাকায় বাকি ৩ জঙ্গি নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় । অভিযানে একজন পুলিশকর্মীও আহত হয়েছেন ।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।।