শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : মাত্র এক ঘন্টার ব্যবধানে এক বৃদ্ধাসহ ৬ ব্যক্তিকে কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে একটা অজানা পাগলা কুকুর । আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ অঞ্চলেত ধরমপুর গ্রামে । আহতরা বর্তমানে পূর্বস্থলী ব্লক হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । পাগলা কুকুরটির আতঙ্কে এলাকার বাসিন্দারা বাড়ির দরজা সর্বদা বন্ধ করে রেখে দিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে । স্থানীয় বাসিন্দাদের দাবি,অবিলম্বে কুকুরটির কোনো ব্যবস্থা করুক পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর,এদিন দুপুরে ধরমপুর গ্রামে হঠাৎ আবির্ভাব হয় ওই কুকুরটির । তারপর একের পর এক ব্যক্তির পায়ে,হাতে বা কোমড়ে কামড় বসাতে শুরু করে । জখম বৃদ্ধা আইমন বিবি বলেন,’এদিন দুপুর দুটো নাগাদ বাড়ির উঠানে বসেছিলাম । হঠাৎ একটা অজানা পাগলা কুকুর বাড়িতে ঢুকে আমার উরুতে কামড়ে মাংস তুলে নেয় । সাথে সাথে প্রচুর রক্তপাত শুরু হয় । পরিবারের লোকজন লাঠি নিয়ে তাড়া করলে কুকুরটি পালিয়ে যায় । কুকুরটা এমনভাবে আমায় কামড়ে যে আমার এখন হাঁটার ক্ষমতা নেই ।’
জখম শ্যামল দাস বলেন,’আমি তখন সবেমাত্র মাঠে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলাম । বাড়ির কাছাকাছি আসতেই কুকুরটা হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়ে । তারপর আমার হাতে, পায়ে ও উরুতে দাঁত বসিয়ে দেয় ।’
জখম রবি দাস বলেন,’আমার বাড়ির পাশেই বাথরুম । এদিন দুপুরে চাষের কাজ শেষে আমি বাথরুমে স্নান করতে যাচ্ছিলাম । তখন দেখি একটা কুকুর বাথরুমের দরজার ঠিক সামনেই শুয়ে আছে । আমি কুকুরটাকে সরিয়ে দিতে গেলে ছুটে এসে আমার পায়ে কামড়ে ধরে । কোনো ভাবেই আমি কুকুরটির কবল থেকে নিজেকে মুক্ত করতে পারিনি । পরে আমার চিৎকার শুনে বাড়ির লোকজন কুকুরটিকে লাঠি নিয়ে ধাওয়া করলে পালিয়ে যায় ।’
স্থানীয় গ্রামবাসীরা জানান,কুকুরটির মুখ দিয়ে অনর্গল লালা ঝড়ছিল । এছাড়া কুকুরটির মধ্যে অসুস্থতার আরও কিছু লক্ষণ দেখা যায় । তবে এক সঙ্গে এতজন মানুষকে জখম করার পর কুকুরটি আচমকা উধাও হয়ে যায় । এদিকে ওই পাগলা কুকুরটির আতঙ্কে পারতপক্ষে কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না বলে জানিয়েছেন তারা ।।