এইদিন ওয়েবডেস্ক,হায়দরাবাদ,১৭ মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে (Secundrabad) একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । জীবন্ত দগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ । দমকলের ১৪ টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । সেকেন্দ্রাবাদ উত্তর জোনের ডিসিপি চন্দনা দীপ্তি জানিয়েছেন যে আগুন লাগার সময় ভিতরে থাকা ৪ তরুনী এবং ২ তরুনসহ এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে । তাদের বের করে আনার সময় অবস্থা গুরুতর ছিল । তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ।’ তিনি জানান, আরও ৭ জনকে উদ্ধার করা হয়েছে । হতাহতরা তেলেঙ্গানার ওয়ারাঙ্গল এবং খাম্মাম জেলার বাসিন্দা । তারা একটি বিপণন সংস্থায় কাজ করত । যার অফিস ছিল এই সুউচ্চ বাণিজ্যিক কমপ্লেক্সে ।
জানা গেছে,সেকেন্দ্রাবাদ শহরে ‘স্বপ্নলোক কমপ্লেক্সে’ (Swapnalok Complex) নামে ওই বাণিজ্যিক ভবনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আচমকা আগুন ধরে যায় । খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ায় লোকজন ভবন থেকে বেড়িয়ে আসতে পারেনি । যে কারনে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয় । পরে দমকলের ১৪ টি ইঞ্জিন দিয়ে আগুন নেভায় এবং হতাহতদের উদ্ধার করে । উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত একজন কর্মী জানান, গভীর রাত পর্যন্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছিল। তিনি বলেন, উদ্ধারকারীরা এখনও ভবনের ভেতরে রয়েছে এবং আর কেউ আটকা পড়ে আছে কিনা তা দেখতে তল্লাশি চালাচ্ছে । পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ।।