এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২২ ফেব্রুয়ারী : রাশিয়ার রাজধানী মস্কোর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ শিশুসহ ৬ জনের । গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জন । চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে ।
দেখুন ভিডিও 👇
রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, মস্কোর তাগানস্কি জেলায় ৪১ বছর বয়সী ওই ভবনটির নিচতলায় ‘এমকেএম’ নামের একটি হোটেলের পাশাপাশি ওপরের তলায় আগের হোস্টেল থেকে রূপান্তরিত অ্যাপার্টমেন্ট রয়েছে । মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ২০২৩) রাতে ভবনের পঞ্চম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে । আগুন লাগার পর ২০০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে । বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে । মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ নিয়ে একটি ফৌজদারি মামলাও হয়েছে।।