এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,২৬ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পাশাপাশি ৮ টি বাড়ি । ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের ত্বরালি সেনপাড়ায় । জানা গেছে, বৃহস্পতিবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ প্রথমে একটি বাড়িতে আগুন লাগে । স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান । পাশাপাশি খবর দেওয়া হয় দমকলবাহিনীকে । তারই মধ্যে পাশের ৭ টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে । পরে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু তার আগেই ভষ্মীভূত হয়ে যায় মাটির দেওয়াল খরের চালের ওই বাড়িগুলি । গবাদি পশুদের মশার হাত থেকে বাঁচাতে গোয়ালে ধোঁয়া দেওয়া হয়েছিল, তা থেকেই আগুন ছড়ায় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্বরালি সেনপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা মূলত জনমজুরির কাজ করেন । অগ্নিকান্ডের জেরে সব কিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিবারগুলি কার্যত পথে বসেছেন ।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিকাশ মজুমদার ঘটনাস্থলে যান । তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন । বিকাশবাবু জানিয়েছেন,আপাতত ৮ টি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে ।।