এইদিন ওয়েবডেস্ক,লাগোস,১০ মার্চ : নাইজেরিয়ার লাগোসের ইকেজা এলাকায় রেল ক্রসিংয়ে একটি দ্রুতগামী ট্রেনর সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে বহু মানুষ । জানা গেছে,বৃহস্পতিবার সকালে ৯০ জন শ্রমিককে নিয়ে কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল লাগোস স্টেট বিআরটি স্টাফ বাসটি । ইকেজার শোগুনলে এলাকায় রেল ক্রসিং পারাপার করার সময় একটি দ্রুত গতির ট্রেন বাসটির মাঝামাঝি জায়গায় ধাক্কা দেয় । ঘটনাস্থলেই ৬ শ্রমিকের মৃত্যু হয় । পরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে । লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু দুর্ঘটনায় নিহতদের জন্য তিন দিনের শোক ঘোষণা করেছেন ।
প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ইকেজার শোগুনলে এলাকায় লাগোস স্টেট বিআরটি স্টাফ বাস এবং একটি ট্রেনের দুর্ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন।বৃহস্পতিবার বুহারির মিডিয়া সহযোগী মালাম গারবা শেহু দ্বারা জারি করা এক বিবৃতিতে, রাষ্ট্রপতি বলেছেন যে দুর্ঘটনাটি বেদনাদায়ক এবং অত্যন্ত দুঃখজনক । আমি নিহতদের আত্মার জন্য প্রার্থনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।’ বুহারি লাগোস রাজ্য কর্তৃপক্ষ এবং ফেডারেল সরকারী সংস্থাগুলিকে অবিলম্বে ত্রাণ কাজে যুক্ত হওয়ার জন্য প্রশংসা করেছেন ।।