এইদিন ওয়েবডেস্ক,শিমলা,২৬ জুন : বর্ষা শুরু হতেই বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্বের রাজ্য হিমাচল প্রদেশে । ভারি বর্ষণের কারণে কোথাও কোথাও পাহাড়ে ধস, আবার কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটছে । ভারী বৃষ্টিতে এযাবৎ ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন । ৩০৩ টি গবাদি পশুর মৃত্যু,দুটি জাতীয় মহাসড়ক সহ ১২৪ টি রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সচিব ওঙ্কার চাঁদ শর্মা । হিমাচল প্রদেশের মান্ডি জেলা পুলিশের ডিএসপি সঞ্জীব সুদ এএনআইকে বলেছেন,’প্রাশার লেকের কাছে মান্ডি জেলার বাগিপুল এলাকায় আকস্মিক বন্যা হয়েছে, মান্ডি প্রশার রোডের বাগ্গি ব্রিজের কাছে পর্যটক এবং স্থানীয় বাসিন্দা সহ ২০০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছে ।’ উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি ।
রবিবার হামিরপুরের সুজনপুরে মেঘভাঙা বৃষ্টিতে চারটি ঘর বিধ্বস্ত হয়েছে এবং সেখান থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন । তথ্য অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বর্ষা সক্রিয় হয়ে উঠলেও প্রথম বৃষ্টিতেই উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । বৃষ্টির কারণে কুল্লু-মান্ডি-রামপুর সড়কে ভূমিধস দেখা দিয়েছে । মান্ডি জেলার সিরাজের তুঙ্গাধর ও কুল্লুতে এক জায়গায় আকস্মিক বন্যায় বেশ কিছু যানবাহন ভেসে গেছে ।এছাড়া কালকা-সিমলা রেলপথও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ।।

