এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২০ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি উজ্জ্বল শেখ এবং জীবন মাঝি নামে এক কর্মীকে বেদম মারধরের অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে । সেই ঘটনায় ৬ সিপিএমের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের নাম শেখ হাবিবুর রহমান, শেখ জিয়াবুর রহমান, ফিরোজ শেখ, মনিরুল শেখ ,আজু সেখ এবং আইনুল শেখ বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার রাতে বনপাড়া গ্রামে তাদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় এবং আজ শনিবার ধৃতদের পাঠানো হয় কাটোয়া মহকুমা আদালতে । ধৃতদের মধ্যে চারজনকে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
আক্রান্ত উজ্জ্বল শেখ এবং জীবন মাঝির মাঝির বাড়ি বনপাড়া গ্রামেই । বৃহস্পতিবার সিপিএমকে গ্রামে পতাকা টাঙাতে না দেওয়ার অভিযোগ উঠেছিল উজ্জ্বল শেখদের বিরুদ্ধে । সেই আক্রোশেই উজ্জ্বল ও জীবন বাইকে চড়ে নতুনহাট বাজারে যাওয়ার সময় মাঠের মাঝে ফাঁকা রাস্তায় সিপিএমের নেতা জিয়াবুর রহমান ও তার দলবল তাদের পথ আটকিয়ে লাঠিসোঁটা দিয়ে বেদম পিটিয়ে তাদের হাত-পা ভেঙে দেয় বলে অভিযোগ । আক্রান্তরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । আক্রান্তদের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে । পাশাপাশি আরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় টহল দিচ্ছে পুলিশ ।।