আমিরুল ইসলাম ও শেখ মিলন,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৫ মে : একটি লরির সামনের দিক থেকে আসছিল পরপর তিনটি বাইক । পিছন থেকে একটি বাইকে চড়ে আসছিল ৩ যুবক । পিছনের বাইকটি লরিটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিল বিপরীত দিক থেকে আসা পরপর ৩ টি বাইককে । মঙ্গলবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক পথে ভাতার ও মঙ্গলকোট সীমান্তবর্তী মঙ্গলকোট থানার মুসারু গ্রামের কাছে । দুর্ঘটনায় চার বাইকের ৬ আরোহী গুরুতর জখম হয়েছেন । আহতরা হলেন জাহির মোল্লা, সাহাবুল মোল্লা,সাহেব শেখ,বাপি শেখ,প্রতাপ ঘোষ ও প্রতাপবাবুর স্ত্রী মালা ঘোষ । আহতদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি মঙ্গলকোটের ভাটপাড়া এলাকায় । বাপি শেখ মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের বাসিন্দা । প্রতাপ ঘোষ ও মালা ঘোষের বাড়ি আউসগ্রাম এর ভেদিয়া এলাকায় ।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করেন । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে । আহতদের মধ্যে জাহির মোল্লা, সাহাবুল মোল্লা এবং মালা ঘোষের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন একটি বাইকে চড়ে নিগন থেকে বলগোনার দিকে আসছিলেন মঙ্গলকোটের ভাটপাড়া গ্রামের বাসিন্দা জাহির মোল্লা, সাহেব শেখ ও সাহাবুল মোল্লা নামে ৩ যুবক । তাঁরা মঙ্গলকোটের মুশারু গ্রামের কাছে এলে একই দিকে যাওয়া একটি লরিটিকে ওভারটেক করতে যায় । এদিকে তখন বিপরীত দিক থেকে আগে পিছু করে আসছিল তিনটি বাইক । ওই বাইক তিনটির মধ্যে একটিতে ছিলেন মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের বাপি শেখ । অন্য আর একটি বাইকে আউশগ্রামের ভেদিয়া গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষ তার স্ত্রী মালা ঘোষকে নিয়ে কাটোয়া যাচ্ছিলেন । সাহাদুল মোল্লাদের বাইকটি লরিটিকে ওভারটেক করতে গিয়ে পরপর ওই তিন বাইকে ধাক্কা দিলে চারটি বাইক ও বাইকের আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন । তার মধ্যে এক বাইক আরোহী অল্প বিস্তর জখম হন । তিনি দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান । বেগতিক বুঝে লরিটিও পালিয়ে যায় । বাকি ৩ বাইকের ৬ আরোহীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ । পুলিশ বাইক ৩ টি আটক করেছে ।।