এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৩ আগস্ট : ব্রিটেন যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ৬ আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউরো নিউজ । প্রতিবেদন অনুযায়ী,৬০ জন শরণার্থী বহনকারী নৌকাটি শনিবার ভোর রাত ২ টা নাগাদ ফ্রান্সের উত্তর উপকূলের ডুবে যায় । এখনো ৫ থেকে ১০ জন নিখোঁজ রয়েছে । বুলোন-সোর্মার ডেপুটি প্রসিকিউটর ফিলিপ সাবাতিয়ার এএফপিকে বলেছেন যে ৬ জন মারা গেছে,মৃতরা প্রত্যেকেই বছর ত্রিশের আফগান পুরুষ । তিনি আরও বলেন, নৌকার অধিকাংশ যাত্রী আফগান এবং কয়েকজন সুদানীও এই দলে ছিলেন । মোট ৪৯ জনকে রক্ষা করা হয়েছে । তার মধ্যে ৩৬ জনকে ফরাসি কোস্ট গার্ড এবং বাকি ১৩ জনকে ব্রিটিশ কোস্ট গার্ড দ্বারা উদ্ধার করা হয় ।
এদিকে সম্প্রতি তালিবান প্রশাসনের অধীনে অভিবাসী ও প্রত্যাবর্তন মন্ত্রনালয় ঘোষণা করেছিল যে গত এক বছরে বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনায় মারা যাওয়া ৮০০ আফগান শরণার্থীর মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে । প্রসঙ্গত,আফগানিস্তানে সন্ত্রাসী সংগঠন তালিবান ফিরে আসার পর থেকেই বিপুল সংখ্যক নাগরিক প্রাণ ভয়ে প্রতিবেশী দেশগুলিতে চলে যায় এবং সেখান থেকে অবৈধ পথে ইউরোপীয় দেশগুলিতে পালায় । কিন্তু সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে বেঘোরে প্রাণ দিতে হচ্ছে দেশত্যাগীদের ।।