এইদিন ওয়েবডেস্ক,ইন্দোনেশিয়া,০৯ এপ্রিল : আজ মঙ্গলবার সকাল ৯:৪৫ নাগাদ ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৬ । (৯ এপ্রিল ২০২৪) ইন্দোনেশিয়ার উত্তর মোলুকা সাগরের হালমাহেরা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে ।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার এর গভীরে । ভূমিকম্পে ১,০৪০,০০০ মানুষ হালকা কাঁপুনি অনুভব করেছে । তবে ভূমিকম্প থেকে সুনামির কোনো হুমকি নেই । মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূকম্পন সম্পর্কিত মৃত্যু এবং অর্থনৈতিক ক্ষতির জন্য একটি সবুজ সতর্কতা জারি করেছে। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) সম্ভাব্য আফটারশকের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।।