এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ নভেম্বর : শুক্রবার সকালে শক্তিশালী ভূকম্পন অনুভূত হল বাংলাদেশে । কম্পন অনুভূত হয় পূর্ব ভারতের একাংশ এলাকা জুড়েও । বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে ভারত-মায়নমার সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩ ছিল বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC)-এর তরফ থেকে জানানো হয়েছে ।ভূমিকম্পের এপিসেন্টার ছিল মায়ানমার ।
বাংলাদেশের পাশাপাশি পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামেও তীব্র কম্পন অনুভূত হয় ।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন সকাল ৫.১৫ নাগাদ মিজোরামের থেনজাল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১ । এই কম্পন পশ্চিমবঙ্গের কলকাতা ও আসামের গুয়াহাটির বেশিরভাগ অংশে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয় বলে ইএমএসসির ওয়েবসাইট থেকে জানা গেছে ।।