এইদিন ওয়েবডেস্ক,হেরাত,১১ অক্টোবর : আফগানিস্তানের হেরাত প্রদেশে লাগাতার ভূমিকম্প হয়ে যাচ্ছে । আজ বুধবার সকাল ৫:১০ নাগাদ ফের প্রচন্ড জোরে কেঁপে ওঠে হেরাতের মাটি । ইউনাইটেড স্টেটস সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩ । ভূমিকম্পের জেরে একজনের মৃত্যু হয়েছে এবং ৫৫ জন আহত হয়েছে । আহতদের হেরাত ডায়োসিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এই ভূমিকম্পে আর্থিক ক্ষ্যক্ষতিও হয়েছে । যদিও স্থানীয় তালেবানের কর্মকর্তারা এখনো এই শক্তিশালী ভূমিকম্পের কোনো প্রতিবেদন দেয়নি ।
এর আগে মঙ্গলবার ভয়ঙ্কর ভূমিকম্প হয় আফগানিস্তানের হেরাত প্রদেশে । তাতে প্রচুর প্রাণহানি হয় । কাবুলের ডক্টরস উইদাউট বর্ডারস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে মঙ্গলবার হেরাতের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,৪৪৫- এ পৌঁছেছে । সংস্থাটি তাদের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছে,’এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ২,৪৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা । ফাউন্ডেশন জানিয়েছে যে তাদের দলগুলি হেরাতের প্রাদেশিক হাসপাতালে ৫৪০ জনের চিকিৎসা করেছে । দেওবালের খবর অনুযায়ী, এই ভূমিকম্পে আহত ৩৪০ জনকে গতকাল হেরাত প্রাদেশিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা হাসপাতাল ছেড়ে যেতে চায়নি কারণ তাদের কাছে ফিরে যাওয়ার মতো বাড়ি ছিল না। এই সংস্থা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুরোধ করেছে।
এটি লক্ষণীয় যে আফগানিস্তানে মানবিক সহায়তার সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় (ওসিএইচএ) ঘোষণা করেছিল যে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,২৯৪-এ পৌঁছেছে । তবে আফগানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী হেরাতে ভূমিকম্পের কারণে ২,৬০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে । এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছে ।।