এইদিন ওয়েবডেস্ক,২৬ জুলাই : ভারতে ৫ জি স্পেকট্রাম নিলাম শুরু হল মঙ্গলবার । টেলিফোন এবং ইন্টারনেট ডেটা সংকেত বহনকারী স্পেকট্রামের ইতিহাসে এটি সর্ববৃহৎ নিলাম বলে মনে করা হচ্ছে । মোট ৭২ গিগাহার্টজ ৫ জি এয়ারওয়েভের জন্য ৪.৩ লক্ষ কোটি টাকা দরপত্র আহ্বান করা হয়েছে । নিলাম বর্তমানে অনলাইনে চলছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিলাম অনুষ্ঠিত হবে । রিলায়েন্স জিও(Reliance Jio), ভারতি এয়ারটেল(Bharti Airtel), ভোডাফোন আইডিয়া( Vodafone Idea) এবং বিশ্বের শীর্ষ ধনকুবের গৌতম আদানির আদানি এন্টারপ্রাইজ (Adani Enterprises) নিলামে অংশ নিয়েছে। ৬০০,৭০০,৯০০,১৮০০,২১০০,২৩০০,২৫০০,৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ এর জন্য নিলাম অনুষ্ঠিত হবে । দেশ জুড়ে ৫ জি পরিষেবা চালু হলে ৪ জি’র থেকে ১০ গুণ ইন্টারনেট স্পীড পাওয়া সম্ভব হবে । এছাড়া ল্যাগ-ফ্রি কানেক্টিভিটি, এবং কোটি কোটি সংযুক্ত ডিভাইসকে রিয়েল-টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম হবে ।।