এইদিন ওয়েবডেস্ক,রোম,২৭ ফেব্রুয়ারী : ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে । তার মধ্যে ২৮ জনই পাকিস্তানি । নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে । সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,রবিবার ভোরে দক্ষিণ ইতালীয় উপকূলে বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে একটি কাঠের পালতোলা জাহাজ পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে গেলে ৫৯ জন জলযাত্রীদের সলিল সমাধি হয়ে মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে ।
ইতালির দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ওই জাহাজটি ৩-৪ দিন আগে পশ্চিম তুরস্কের ইজমির থেকে রওনা হয়েছিল ।জাহাজটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া এবং ইরানের অভিবাসন প্রত্যাশীরা ছিল । জাহাজটিতে ১৪০ থেকে ১৫০ জন আরোহী ছিলেন । তার মধ্যে অন্তত ৮১ জন আফগানিস্তানের বাসিন্দা । ২২ জন এখন আফগান শরনার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । বেঁচে যাওয়া বেশিরভাগই আফগানিস্তানের, পাশাপাশি পাকিস্তানের কয়েকজন এবং সোমালিয়ার এক দম্পতি রয়েছেন । মানব পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গার্দিয়া ডি ফিনাঞ্জা কাস্টমস পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য,অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ । কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য-ভূমধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন ।।