এইদিন ওয়েবডেস্ক,সোমালিয়া,০৪ জুন : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছে বলে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি শনিবার জানিয়েছেন । মুসেভেনি বলেছেন, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ প্রথমে হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে । আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা হয়েছে।’
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী,গত শুক্রবার ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারে (Buulo Mareer) আল শাবাবের সন্ত্রাসবাদীরা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় । হামলায় অন্তত ৫৪ সেনা কর্মীর মৃত্যু হয় । আহত হয়েছে আরও ডজন খানেক সেনা ।
অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠী আল শাবাব । তারা দাবি করেছে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তারা ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে । উল্লেখ্য,পশ্চিমি দেশগুলির সমর্থনে সোমালিয়ার বর্তমান সরকারকে উৎখাতের চেষ্টা করছে সন্ত্রাসবাদী গোষ্ঠী আল শাবাব । দেশে ইসলামি শরিয়তি শাসন কায়েম করতে তারা ২০০৬ সাল থেকে নাশকতা চালিয়ে আসছে । ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি মূলত সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে সাধারণ মানুষ এবং সামরিক স্থাপনাগুলিকে নিশানা করে । বিগত ১৭ বছরে কয়েক হাজার মানুষের প্রাণ গেছে সন্ত্রাসবাদী হামলায় ।
চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে বলেছেন,’সন্ত্রাসবাদ মানবতার অভিন্ন শত্রু। আমরা সোমালিয়ার বুলো মেরে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং সোমালিয়া শান্তি প্রক্রিয়া এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য আঞ্চলিক দেশগুলির প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখব। আমরা উগান্ডা সরকার, সৈন্যদের উপর আক্রমণ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ।’।