এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ অক্টোবর : দাঙ্গা কবলিত খিদিরপুরের মোমিনপুরের ৫০০০ হিন্দু ঘরছাড়া রয়েছেন,আহত হয়েছেন ৩ জন আইপিএস,ঘটনার পিছনে এর পিছনে দেশ বিরোধী শক্তি আছে – এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার বিকেলে রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন,’এর পিছনে দেশ বিরোধী শক্তি আছে ৷ এর পিছনে আল কায়দা আছে,আইএসআইএস আছে । এর পিছনে ভারতকে যারা ভাঙতে চায় তারা আছ ।’ তিনি নির্দিষ্ট করে বলেন,’আজামুদ্দিন, কাউন্সিলার সামস ইকবাল, ফিরাদ হাকিমের ঘনিষ্ঠরা এবং ওই ওয়ার্ডের কংগ্রেসের সভাপতি দাঁড়িয়ে থেকে ভাঙচুর ও নৃশংস অত্যাচারে নেতৃত্ব দিয়েছেন । প্রায় দু’ঘন্টা ধরে প্রচুর বোম পড়েছে ।’ পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন,’ আপনারা যদিও তাদের গ্রেফতার না করতে পারেন তাহলে এনআইএ এর হাতে তদন্তভার দিয়ে দিতে হবে ।’ তিনি বলেন,’৫ হাজারের বেশী হিন্দু ঘরছাড়া হয়েছে । কলকাতার বুক থেকে পলায়ন করেছেন । এই লজ্জা রাখার জায়গা নেই ‘
পাশাপাশি শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়,ডিসি সাউথ ইস্ট সুদীপ সরকার,ডিসি পোর্ট জাফর আজমল কিদোয়াই এই তিন জন আইপিএস সিএমআরআইতে ভর্তি আছেন ।’ কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন,’ বিরোধী দলনেতার কথা যদি মিথ্যা হয় তাহলে ২ ঘন্টার মধ্যে প্রেসের সামনে বলুন যে আমরা আক্রান্ত হইনি । পাশাপাশি সিপির উদ্দেশ্যে শুভেন্দু বলেন,’ভিডিও ফুটেজ চালিয়ে চালিয়ে যদি গোটা বাংলা থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারেন তাহলে একবালপুর থানা দখল করার ভিডিও ফুটেজ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি দেবো । যারা আপনার থানা দখল করলো,গতকাল রাত্রি ১২ টা ১ টা পর্যন্ত তান্ডব চালালো সেই ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করুন ।’
এদিকে এদিন দুপুরে দাঙ্গা কবলিত খিদিরপুরের মোমিনপুর পরিদর্শনে যাওয়ার পথে গ্রেফতার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে । এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’মোমিনপুর থেকে ২০ কিমি দূরে চিংড়িঘাটাতে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে রাজ্য সভাপতিকে । তাঁর সঙ্গে রাজ্য সম্পাদক উমেশজিও ছিলেন। এই কালচার ? রাজ্য সভাপতি ১৪৪ ধারার অনেক বাইরে ছিলেন ।’
অন্যদিকে সুকান্ত মজুমদার ফেসবুকে লিখেছেন,’গত দুদিন ধরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র ৩ কিমি দূরে খিদিরপুর সংলগ্ন এলাকায় দুষ্কৃতী দ্বারা তান্ডব চলছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এরাজ্যের নাগরিকদের নিরাপত্তা কোথায়? মহিলাদের সুরক্ষা কোথায় মাননীয়া? আপনার অপদার্থ পুলিশ বিজেপিকে না আটকে যদি আজ একবালপুরে দুষ্কৃতীদের গ্রেফতার করত আজ এই দিন দেখতে হতো না। ব্যর্থ পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ইস্তফা দেওয়া উচিত ।’।