এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৯ জুলাই : কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুসহ গোটা রাজ্য জুড়ে বড়সড় নাশকতা চালানোর ষড়যন্ত্রকারী ৫ সন্ত্রাসবাদীকে আজ বুধবার সকালে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) । ধৃতরা হল সৈয়দ সুহেল, উমর, জুনায়েদ মুদাশির, জাহিদ । সিসিবি শহরের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ । তার মধ্যে রয়েছে ৪ টি ওয়াকি-টকি, ৭ টি দেশীয় পিস্তল, ৪২ টি জীবন্ত কার্তুজ, ২ টি ছোরা, ২ টি স্যাটেলাইট ফোন এবং ৪ টি গ্রেনেড ।
২০১৭ সালের অক্টোবর মাসে বেঙ্গালুরুর আরটি নগরে তিনজনকে অপহরণ এবং একজনকে হত্যার ঘটনায় পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে (Parappana Agrahara Central Jail) বন্দি অভিযুক্তদের সাথে ওই ৫ সন্ত্রাসী যোগাযোগ রেখে চলছিল বলে জানতে পেরেছে পুলিশ । তবে ধৃত সন্ত্রাসীরা কোন সংগঠনের সাথে যুক্ত এবং পাকিস্তান পরিচালিত সন্ত্রাসী সংগঠনের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা তা তা জানা যায়নি । ধৃতদের জেরা করে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।।

