প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ মে : সাধারণ ট্রেনের কামরায় উঠে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় । টাকা দিতে অস্বীকার করলে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি। তৃতীয় লিঙ্গের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে নেমে ভয়ংকর হামলার শিকার হলেন রেল সুরক্ষা বাহিনীর (RRF)কর্মীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হেরিটেজ স্বীকৃতি পাওয়া বর্ধমান স্টেশনে।যদিও হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা আরপিএফের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন তৃতীয় লিঙ্গের সদস্যরা।
বর্ধমান স্টেশনের আরপিএফ ইনস্পেকটর আশীষ কুমার সরকার জানান,“এদিন আরপিএফের পক্ষ থেকে বর্ধমান স্টেশনের প্লাটফর্মে স্পেশাল অভিযান চালানো হয়। কারণ,বেশ কয়েকদিন ধরে সাধারণ ট্রেনর যাত্রীরা ট্রেনের কামরায় তৃতীয় লিঙ্গের সদস্যদের দৌরাত্ম নিয়ে অভিযোগ করছিলেন।তাদের অভিযোগ,“চলন্ত ট্রেনের কামরায় তৃতীয় লিঙ্গের সদস্যারা সাধারণ ট্রেন যাত্রীদের কাছথেকে জোরপূর্বক টাকা আদায় করছে।টাকা দিতে অস্বীকার করলে তৃতীয় লিঙ্গের সদস্যরা ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে বলে অভিযোগ আসে ট্রেন যাত্রীদের কাছ থেকে“। এমন অভিযোগ পেয়ে আরপিএফ কর্মীরা এদিন ব্যবস্থা নিতে নামলে আরপিএফ কর্মীদের উপর আক্রমণ চালায় । সেই আক্রমনে আরপিএফের ৫ জন কর্মী জখম হয়েছে।
স্টেশনে থাকা যাত্রীদের কথা অনুযায়ী,এদিন আরপিএফের সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যদের
প্রথমে বচসা শুরু হয়।তারই মধ্যে আরপিএফের তাড়া খেয়ে স্টেশনের প্লাটফর্মের বাইরে চলে যায়।কিছুক্ষণ পরেই প্লাটফর্মের বাইরে আরপিএফের কর্মীরা তৃতীয় লিঙ্গের সদস্যাদের আক্রমণের মুখে পড়ে।সেখানে আরপিএফ কর্মীদের মারধোরের অভিযোগ ওঠে তৃতীয় লিঙ্গের সদস্যদের বিরুদ্ধে।
এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতে প্রায়
শ’দেড়েক তৃতীয় লিঙ্গের সদস্য বর্ধমানের আরপিএফ অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বেশ খানিকক্ষণ বিক্ষোভ চলার পর তৃতীয় লিঙ্গের সদস্যারা পরে আরপিএফ অফিসের সামনে থেকে সরে যায়।যাওয়ার সময় তৃতীয় লিঙ্গের সদস্যরা আরপিএফের উপর আক্রমনের অভিযোগ অস্বীকার করেন।তাঁরা দাবী করেন এসব একেবারে মিথ্যা অভিযোগ। তাঁরা পাল্টা অভিযোগ করেন, আরপিএফ বিনা কারণে তাঁদের কাজে বাধা দিচ্ছে ও মারধর করছে। ট্রেনে ও প্লাটফর্মে কাজ করতে গেলে আরপিএফ প্রতিনিয়ত তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে। রেল পুলিশ চোর-ডাকাতদের ধরতে পারছে না। আর আমাদের উপর অত্যাচার করছে।তাই আমরা রেল প্রশাসনের কাছে ন্যায় চাইছি।।

