এইদিন ওয়েবডেস্ক,কোয়েটা,১২ এপ্রিল : মঙ্গলবার পাকিস্তানের কোয়েটা শহরের দক্ষিণে কোচলাক এলাকায় এক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যোদ্ধার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৫ পাকিস্তানি নিরাপত্তা কর্মী । নিহতদের মধ্যে রয়েছে ৪ জন পুলিশ কর্মকর্তা এবং এবং একজন সরকার অনুগত মিলিশিয়া কমান্ডার । পাকিস্তানি পুলিশের কর্মকর্তা নাভিদ শাহ মিডিয়াকে জানিয়েছেন, মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) সকালে পুলিশ, সীমান্ত বাহিনী এবং সরকারপন্থী মিলিশিয়াদের যৌথ অভিযানের সময় এই ঘটনাটি ঘটে । পাকিস্তানের নিরাপত্তা সংস্থার কাছে এক টিটিপি যোদ্ধার লুকিয়ে থাকার কথা জানার পর এই অভিযান শুরু করা হয় । অপারেশনের সাথে জড়িত বাহিনী প্রথমে এই টিটিপি যোদ্ধাকে আত্মসমর্পণ করতে বলেছিল । কিন্তু সে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে । যার ফলস্বরূপ পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে । যদিও পালটা গুলিতে নিহত হয়েছে ওই টিটিপি যোদ্ধা ।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে হিংসার মাত্রা বেড়েছে। সোমবার পাকিস্তানে দুটি বিস্ফোরণে ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে ।।