এইদিন ওয়েবডেস্ক,আলাপ্পুঝা(কেরালা),০৩ ডিসেম্বর : কেরালার আলাপ্পুঝায় যাত্রীবাহী বাস ও চারচাকা গাড়ির সংঘর্ষে ৫ ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছে আরও ২ পড়ুয়া । হতাহতরা বন্দনাম মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র । জানা গেছে,সোমবার রাতে একটা চারচাকা গাড়িতে করে তারা যখন যাচ্ছিলেন তখন বিপরীত দিক থেকে আসা একটি কেএসআরটিসি সুপারফাস্ট বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । আলাপ্পুঝার কালারকোডে এই সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে চারচাকা গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে যায় । তালগোল পাকিয়ে যাওয়া চারচাকা গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারী দলগুলকে অনেক পরিশ্রম করতে হয় । এদিকে তারই মাঝে প্রবল বৃষ্টিপাত চলতে থাকায় উদ্ধার কাজ ব্যহত হয় । আহতদের চিকিৎসার জন্য বন্দনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে,নিহতরা আলাপুঝার বন্দনাম মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র। একটা গাড়িতে চড়ে সিনেমা হলে যাওয়ার পথে রাত্রি প্রায় ৯ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে । প্রবল বৃষ্টিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কেএসআরটিসি বাসে ধাক্কা দেয়। গাড়িতে মোট এগারো জন ছিলেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। নিহতরা হলেন, মালাপ্পুরমের দেবানন্দন, লাক্ষাদ্বীপের ইব্রাহিম, আলাপুঝার আয়ুশ শাজি, পালাক্কাডের শ্রীদীপ এবং কান্নুরের মুহি আবদুল জব্বার মারা গেছেন। কোল্লামের আনন্দ মনু এবং এদাথুরার অ্যালভিন জর্জ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন । চেরথালার কৃষ্ণদেব, চাওয়ারার মুহসিন মুহম্মদ, শাইন ডেনস্টন এবং এর্নাকুলামের গৌরী শঙ্কর গুরুতর আহত হয়েছেন।।