এইদিন ওয়েবডেস্ক,বুদগাম,১৩ জুলাই : জম্মু-কাশ্মীরের বুদগামে(Budgam) নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-এ- তৈবার (LeT)- ৫ সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী । উদ্ধার হয়েছে বেশ কিছু অপরাধমূলক সামগ্রী । একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে,পুলিশ সেনাবাহিনীর (62 RR) যৌথ অভিযানে বুদগাম জেলার খাগ এলাকায় ৫ জন জঙ্গি সহযোগীকে গ্রেফতার করা হয়েছে । ধৃতরা হল ভাটাঙ্গন খাগ এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ওয়ানির ছেলে রউফ আহমদ ওয়ানি, বাথিপোরা খাগের বাসিন্দা গোলাম হাসান মালিকের ছেলে হিলাল আহমদ মালিক, নওরোজ বাবা খাগের বাসিন্দা নাজির আহমদ দারের ছেলে তৌফিক আহমদ দার,
দার মহল্লা নওরোজ বাবা খাগের বাসিন্দা মঞ্জুর আহমেদ দারের ছেলে দানিশ আহমদ দার এবং বাথিপোরা খাগের বাসিন্দা আলি মোহাম্মদ দারের ছেলে শওকত আলী দার । ধৃতরা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটি-র সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ ৷
বিবৃতিতে বলা হয়েছে,তাদের কাছ থেকে অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সমস্ত সামগ্রী অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে । তদনুসারে, আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা খাগ থানায় নথিভুক্ত করা হয়েছে ।।