এইদিন ওয়েবডেস্ক,সোয়াট(পাকিস্থান),১৩ সেপ্টেম্বর : পাকিস্তানের সোয়াট জেলায় বোমা গাড়ি বোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে শান্তি কমিটির সদস্য ইদ্রিস খান(Idris Khan) ও দুই পুলিশ সদস্য রয়েছেন । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খাইবার-পাখতুনখোয়ার (Khyber- Pakhtunkhwa) সোয়াত (Swat) জেলার বুরা বান্দাই এলাকায় । পুলিশ এলাকাটি ঘিরে রেখে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে । নিহতদের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে । তবে এদিন রাত পর্যন্ত কোনো সংগঠনই হামলার দায় স্বীকার করেনি ।
সোয়াটের এসএইচও কাবাল ফাইয়াজ খা বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে যে এটি একটি রিমোট-নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ ছিল । মূলত শান্তি কমিটির সদস্য ইদ্রিস খানকেই টার্গেট করেছিল হামলাকারীরা ।’ তিনি বলেন, ‘বিস্ফোরণে নিহতদের মধ্যে ইদ্রিস খান ও ২ পুলিশ সদস্য রয়েছেন । মৃতদেহগুলি সাইদু শরীফ টিচিং হাসপাতালে পাঠানো হয়েছে ।’ এদিকে বিস্ফোরণের পরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান ঘটনার বিষয়ে দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শককে (আইজি) । পাশাপাশি তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ।।